ডেঙ্গু সচেতনতায় গানকেই অস্ত্র করলেন নয়ার পটুয়ারা!

পুজোর মুখে ডেঙ্গুর প্রকোপ। এবার সচেতনতার বার্তা নিয়ে হাজির নয়ার পটুয়ারাও। ছবি ও গানে করছেন প্রচার। ফেরাচ্ছেন সচেতনতা।

author-image
Pallabi Sanyal
New Update
xvcxv


দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর :  রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ।মৃত্যুও হয়েছে অনেকের।রাজ্য সরকারের পক্ষ থেকে জেলায় জেলায়,পৌরসভা এলাকায় চলছে সচেতনতার প্রচার। আর তার মাঝেই ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করতে ছবি এঁকে গান বাঁধলেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়ার পটুয়ারা। 
গত কয়েকদিন ধরে নয়ার কয়েকজন শিল্পী পটের ছবি এঁকে গান বেঁধেছে।ছবিতে ডেঙ্গু হলে কী কী করনীয়,বা এই মুহুর্তে  নিজেদের এলাকা কীভাবে পরিস্কার রাখতে হবে সেই নিয়েই পটের ছবি এঁকে গান বেঁধেছে পটুয়ারা। এমনকি তারা পাড়ায় পাড়ায় গিয়েও এই গান শুনিয়ে মানুষজনকে সচেতন করবেন বলে জানান। পটচিত্র শিল্পী বাহাদূর চিত্রকর ও রুপসনা চিত্রকর জানান, তাদের ৫-৭ জনের একটি টিম কদিন ধরেই দিন রাত কাজ করে ডেঙ্গু নিয়ে মানুষককে সচেতন করার জন্য পটের ছবি এঁকেছেন।যেখানে এলাকা পরিস্কার রাখা,ডেঙ্গু হলে জল খাওয়া,মশারি টাঙিয়ে ঘুমানো, চিকিৎসকের পরামর্শ নেওয়া,প্রয়োজনে হাসপাতালে চিকিৎসা করানোর মতো পদ্ধতি গুলি গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এমনকি পাড়ায় পাড়ায় প্রচার চালিয়ে মানুষকে সচেতন করার কথাও জানান তারা। 
এই নিয়ে পিংলা বিডিও সুকান্ত গোস্বামী পিংলার পটশিল্পীদের শুভেচ্ছা জানিয়েছেন এই ডেঙ্গু নিয়ে মানুষককে সচেতন করার জন্য। 

hire