বিয়ে বাড়িতে গিয়ে খুন হয় ছেলে, বিচারের দাবিতে বিক্ষোভ মায়ের

এই ঘটনাকে ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে।  

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-03-15 at 12.44.13

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিয়ে বাড়িতে যুবক 'খুন'! ফাঁসির দাবিতে আদালতের সামনে বিক্ষোভ পরিবারের সদস্যদের। ঘটনা দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার।

যা জানা যাচ্ছে, বিক্ষোভের সময় পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে ধরেও চলে বিক্ষোভ। চরম উত্তেজনা ছড়ায় দুর্গাপুর আদালত চত্বরে। চলতি মাসের ৯ তারিখ দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ভ্যাম্বে কলোনিতে বিয়ে বাড়িতে খুন হয় আতিশ বেদ নামের যুবক। মৃত যুবক পাণ্ডবেশ্বরের বাঙালপাড়ার বাসিন্দা ছিল। ঘটনায় গ্রেপ্তার হয় বরপক্ষের ৪ জন। পুলিশি হেফাজত শেষে শনিবার ধৃতদের মহাকুমা আদালতে পেশ করা হয়। 

WhatsApp Image 2025-03-15 at 12.44.16

এইদিন সকাল থেকে ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুর্গাপুর মহকুমা আদালতের সামনে বিক্ষোভে সামিল হন মৃত যুবকের আত্মীয় পরিজনেরা। পরিস্থিতি সামাল দিতে দুর্গাপুর থানার সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ পৌঁছায়। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেয় আতিশের আত্মীয় পরিজনেরা। এই ঘটনাকে ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় মহকুমা আদালত চত্বরে। 

মৃত যুবকের মা কর্মিলা বেদের দাবি, “এই ঘটনার মূল অভিযুক্ত টাকলু পাশওয়ানের ফাঁসি চাই। এই ঘটনার সাথে আরও যারা জড়িত তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেই দাবিতেই আমরা আদালতের সামনে বিক্ষোভ দেখাচ্ছি”।