নিজস্ব সংবাদদাতা: আলু জমি থেকে মাথা থেঁতলানো অবস্থায় যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য চন্দ্রকোনায়। মৃতের পরিবারের সদস্যদের দাবি খুন করা হয়েছে তাদের ছেলেকে। মৃতদেহের পাশেই পড়েছিল কাঠের টুকরো, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার বসন্তপুর এলাকার। স্থানীয় সূত্রে খবর চন্দ্রকোনা থানার রাধানগর গ্রামের বাসিন্দা লক্ষীকান্ত দলুই, বয়স ৩০ বছর। গতকাল বিকেলে বসন্তপুর গ্রামের ভৈরবী মন্দিরে পূজো দেখতে এসে, রাতে বাড়ি ফেরেনি সে। আজ সকাল নাগাদ পরিবারের সদস্যরা জানতে পারে মন্দির থেকে কিছুটা দূরে আলুর জমিতে মাথা থেঁতলানো রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে লক্ষীকান্তের।
বসন্তপুর এলাকায় মন্দির থেকে কিছুটা দুরেই লক্ষীকান্তের শ্বশুরবাড়ি বলেও জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চন্দ্রকোনা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় কারা জড়িত আছে কিভাবে মৃত্যু হল পুরো বিষয়টি তদন্ত করছে তারা। মৃতের পরিবারের সদস্যদের দাবি, যেভাবে শরীরে আঘাতের চিহ্ন এবং রক্তাক্ত অবস্থায় দেহ পাওয়া গেছে তাতে তাদের সন্দেহ খুন করা হয়েছে। এই ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করুক পুলিশ দাবি পরিবারের।