বইছে ঠাণ্ডা হাওয়া, হঠাতই বদলে গেল আবহাওয়া, সঙ্গী বৃষ্টি

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ও তার পার্শ্ববর্তী এলাকায় সকাল ৮ টা বাজতে যায়। কিন্তু রোদের দেখা নেই। হালকা হালকা হাওয়া বইছে। এদিকে হঠাতই এহেন আবহাওয়ার রদবদলে কিছুটা স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ।

author-image
SWETA MITRA
New Update
weather debra.jpg

নিজস্ব ছবি

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুরঃ আজ বুধবার সকাল সকাল মেঘলা আকাশের দেখা মিলল। ছিঁটে-ফোঁটা বৃষ্টি (Rainfall)। গরমের হাত থেকে স্বস্তি সকাল থেকেই। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা তার পার্শ্ববর্তী এলাকায় সকাল টা বেজে গিয়েছে। কিন্তু রোদের দেখা নেই। হালকা হালকা হাওয়া বইছে।

debra.jpg

ছিঁটে ফোঁটাও বৃষ্টিও হলো। তবে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা যথেষ্ট বাড়বে বলেই অনুমান করা হয়। আজ দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৪২ ডিগ্রী। তবে বর্তমানে আবহাওয়া ঠাণ্ডা। হাওয়া বইছে। মেঘলা আকাশ। তবে এই পরিস্থিতি কতক্ষণ থাকবে তা পরিষ্কার নয়।