নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ ঘাটালে ঝুমি নদীর পাড় থেকে দিনের আলোয় চলছে অবাধে বালি পাচার।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতির, বেআইনি বালি মাটি পাচার হলে অবশ্যই প্রশাসন ব্যবস্থা নেবে,দল এসবে মদত দেয়না দাবি তৃণমূল নেতৃত্বের।
ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের সিংহপুর এলাকায়।জানাযায় সিংহপুর এলাকায় কয়েকদিন ধরে ঝুমি নদীর পাড় থেকে জেসিবি মেশিন দিয়ে বালি তুলে দিনের আলোয় ট্রাক্টরে করে চলছে অবাধে পাচার। স্থানীয় বাসিন্দাদের দাবি, নদী পাড় থেকে বালি তোলার ফলে বর্ষার সময় নদী বাঁধ ধসে ঝুমি নদী গ্ৰাস করে নিতে পারে বেশ কয়েকটি বাড়ি।এমনকি এই বালি তোলার পেছনে তৃণমুল নেতাদের মদত রয়েছে তাই বারণ করলেও শুনবে না জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বালি বোঝায় করে নিয়ে যাওয়ার সময় এক ট্রাক্টর চালককে বৈধ কাগজপত্র আছে কিনা জানতে চাওয়া হলে তিনি প্রথমে জানান এবিষয়ে আমি কিছু বলতে পারবো না পরে তিনি বৈধ কাগজ থাকার কথা জানালেও তা দেখাতে পারেননি।
যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ও ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ কর। তিনি জানান,'' আমাদের দল এসব বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়ে চলে। পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানাক কয়েকঘন্টার মধ্যে প্রশাসন ব্যবস্থা নেবে। "