নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ কাশির সিরাপ ও ক্যাপসুল পাচারের সময় পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী। সূত্র মারফত জানা গিয়েছে যে, গোপন সূত্রে খবর পেয়ে কোনা এক্সপ্রেসওয়ের মহেশ পাল লেনের কাছে বুধবার রাতে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ধৃতদের নাম দানবীর চট্টোপাধ্যায় (৩৭) এবং বিজয় চক্রবর্তী (৩১)। দুজনেরই বাড়ি হাওড়ার বিগার্ডেন থানা এলাকায়। ধৃতদের বিরুদ্ধে মাদক আইনের ২১(সি)/২৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার বেতড়ের মহেশ পাল লেনের কাছে কলকাতাগামী লেনে অভিযান চালায় হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। তখনই একটি পণ্যবাহী গাড়ি দেখে সন্দেহ হওয়ায় পুলিশ আটক করে। সেখান থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।
ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় ৩৩৬ লিটার কাশির সিরাপ এবং ১১ লক্ষ ৬৬ হাজার ৪০০টি ক্যাপসুল। এর পাশাপাশি নিষিদ্ধ কাশি সিরাপ ও ক্যাপসুল নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত পণ্যবাহী গাড়িটিকেও আটক করা হয়েছে।