আসানসোলের সম্প্রীতি হলে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে স্থানীয় বাসিন্দাদের "স্মোকলেস চুলা" বা ধোঁয়াবিহীন চুলা বিতরণ করা হয়।
নিজস্ব সংবাদদাতা : আসানসোলের সম্প্রীতি হলে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে স্থানীয় বাসিন্দাদের "স্মোকলেস চুলা" বা ধোঁয়াবিহীন চুলা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডাঃ কল্যাণ রুদ্র,আইপিএস, পুলিশ কমিশনার, আসানসোল- দুর্গাপুর সুনীল কুমার চৌধুরী, ওএসডি সুব্রত ঘোষ, আইএএস, বিশেষ সচিব ময়ূরী বসু, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাম আজাদ ইসলাম, ডব্লিউবিসিএস, কমিশনার, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মূল লক্ষ্য হল বায়ুর গুণমান উন্নত করা এবং স্বাস্থ্য সমস্যাগুলি কমিয়ে আনা।