নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়নের কাজ। ঘাটালের গোবিন্দপুর, দাসপুর ২ নম্বর ব্লকের কৈজুরী, কুমারচক, রানিচক এবং জোতকানুরামগড় এলাকায় চলছে স্লুইস গেট নির্মাণের কাজ।
স্লুইস গেট নির্মাণের ফলে নদীগুলিতে জলের চাপ বাড়লে একদিকে যেমন জল বের করে অন্য নদীতে নিয়ে যাওয়ার সুবিধা হবে অপরদিকে এলাকায় জমে থাকা বর্ষার জল চলে আসবে নদীতে। এই পাঁচটি স্লুইস গেট নির্মাণের কাজে যাতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন না হয় তার জন্য তৈরি করা হয়েছে অস্থায়ী রাস্তা। স্লুইস গেটের পাশেই তৈরি হবে পাম্প হাউজ। স্লুইস গেট তৈরির প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হওয়ায় খুশি ঘাটালবাসী।