চলছিল ক্লাস, মাঠের বাইরে এসেই চক্ষুচড়ক পড়ুয়াদের, ভয় পেল শিক্ষকরাও

গয়েরকাটা গিল্ড মিশন প্রাথমিক বিদ্যালয়ে স্কুল চলছিল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cxdfhfh

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রাথমিক স্কুলের পাশের ঝোপ থেকে কঙ্কাল উদ্ধার! ঘটনায় চাঞ্চল্য ছড়াল ডুয়ার্সের বানারহাট ব্লকের আংরাভাসা এলাকায়। খুন নাকি এর পিছনে রয়েছে অন্যও কোন ঘটনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

সোমবার অন্যান্য দিনের মতো গয়েরকাটা গিল্ড মিশন প্রাথমিক বিদ্যালয়ে স্কুল চলছিল। সেসময়ে স্কুলের ঠিক পাশেই ঝোপের মধ্যে একটি কঙ্কাল পড়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। বিষয়টি জানাজানি হতেই ভিড় জমান অনেকে। 

cryhhjk

ঝোপ থেকে উদ্ধার হয় এক ব্যক্তির মাথার খুলি, পায়ের হাড় ও প্যান্টের ছেঁড়া অংশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গ্যালসেন লেপচা ও ধূপগুড়ি থানার আই সি অনিন্দ ভট্টাচার্য সহ পুলিশ কর্মীরা। তারা কঙ্কালের অংশগুলি উদ্ধার করে নিয়ে যান। তবে প্রশ্ন উঠছে কঙ্কাল কোথা থেকে এলো? খুন করে এনেই কি ফেলা হয়েছে? নাকি এখানে মৃত্যু হয়েছিল? একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনা নিয়ে।

ঘটনার তদন্তে পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে। পুলিশের অনুমান, উদ্ধার হওয়া কঙ্কালের অংশগুলি কোনও পুরুষের এবং এক থেকে দেড় বছর আগে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। পায়ের যে হাড় উদ্ধার হয়েছে সেখানে লোহার প্লেট বসানো ছিল। তবে ওই এলাকায় কোন ব্যক্তির নিখোঁজ হওয়ার অভিযোগ থানায় জমাও পড়েনি। উদ্ধার হাওয়া কঙ্কাল ফরেনসিক পরীক্ষার জন্যে জলপাইগুড়িতে পাঠান হয়েছে বলে জানা গেছে। মৃত ব্যক্তি কোনও ভবঘুরে বা হাতির হানাতেও মৃত্যু হয়ে থাকতে পারে।

cfghhjm