এবার ভয়াবহ বিস্ফোরণ বাংলায়, আহত ছয়

একটি রূপোর কারখানার সিলিন্ডার ফেটে করে ছয় জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাঁদের ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে দাসপুর থানার পুলিশ। ঘটনার সময় ১০ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানা গিয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
silver factory.jpg

নিজস্ব সংবাদদাতা: রূপোর কারখানায় সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ হয়। ঘটনায় ছয় কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।  ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার নুনিয়াগোদা এলাকায়। জানা যায় বাপি চাকি নামে এক রূপোর ব্যবসায়ীর অধীন প্রায় ৩০ জন শ্রমিক একটি ভাড়া বাড়িতে গহনা তৈরির কাজ করেন। বুধবার রাতে রূপোর কারখানায় কাজ চলাকালীন হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। ওই ঘরে তখন ১০ জন শ্রমিক কাজ করছিলেন। আহত ১০ জনই হয়। তাঁদের  মধ্যে আগুনে ঝলসে গুরুতর আহত হন ৬ জন শ্রমিক। তাঁদের প্রত্যেককেই ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে দাসপুর থানার পুলিশ। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কীভাবে গ্যাস সিলিন্ডারের কিট ব্লাস্ট হল তার সমস্ত দিক খতিয়ে দেখছে দাসপুর থানার পুলিশ। আহতদের অধিকাংশের বাড়ি গড়বেতা ও গোয়ালতোড়ে। বাকিদের বাড়ি পাঁশকুড়া এলাকায়। ঘটনায় রীতিমতো তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।