নিজস্ব সংবাদদাতা : নিয়োগ দুর্নীতি মামলায় হাই ভোল্টেজ বৃহস্পতিবারে নজরে ধৃত ৬ জন। জেল হেফাজত আজ শেষ হচ্ছে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সহ প্রাক্তন এসএসসি কর্তা শান্তিপ্রসাদ সিনহা, প্রাক্তন পর্ষদ কর্তা সুবীরেশ ভট্টাচার্য সহ মোট ৬ জনের। এদিন আলিপুরে বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে। প্রভাবশালী তত্ত্বে একাধিকবার খারিজ হয়ে গিয়েছে জামিনের আবেদন। এদিকে পার্থ চট্টোপাধ্যায় আক্ষেপের সুরে বলেছিলেন, ৩০০ দিন ধরে বিনা বিচারে বন্দি করে রাখা হয়েছে তাকে। এদিকে, জীবনকৃষ্ণের মোবাইল থেকে গুরুত্বপূর্ণ নথি মেলার কথা উঠে এসেছে তদন্তে। সিবিআই সূত্রে খবর, ধৃত যে ৬ জনকে আদালতে পেশ করা হবে তাদের জামিনের বিরোধিতা করা হবে।