একসঙ্গে ৬ টি অঙ্গ দান! ছেলের মৃত্যুতে নজির বাবার!

যুবকের বাবা শেখররঞ্জন মন্ডল সিদ্ধান্ত নেন, তার ২৩ বছরের ছেলের অঙ্গদান করবেন। সেই মতোই চিকিৎসকদের পরামর্শে তার অঙ্গদান করা হয়েছে বলে পরিবার সূত্রে খবর।শনিবার সন্ধেবেলা নীলের দেহ আসে দাসপুরে তার বাড়িতে। তারপরেই তার শেষকৃত্য সম্পন্ন হয়।

author-image
Pallabi Sanyal
New Update
নীলকান্ত মন্ডল

নীলকান্ত মন্ডল

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : একসঙ্গে ছটি অঙ্গদানের নজির পশ্চিম মেদিনীপুর (West Medinipur) জেলার দাসপুরে (Daspur) ।হার্ট,লিভার, কিডনি, ফুসফুস দান করলেন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের বাসিন্দা নীলকান্ত মন্ডল, বয়স ২৩ বছর। জানা যায়, পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা নীলকান্ত মন্ডল ১ এপ্রিল পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন দাসপুরে, তারপরেই তাকে দাসপুর থেকে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আর ২৭ তারিখ কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার চিকিৎসকেরা জানান যে তার ব্রেনডেথ হয়েছে। তারপরে ওই যুবকের বাবা শেখররঞ্জন মন্ডল সিদ্ধান্ত নেন, তার ২৩ বছরের ছেলের অঙ্গদান করবেন। সেই মতোই চিকিৎসকদের পরামর্শে তার অঙ্গদান করা হয়েছে বলে পরিবার সূত্রে খবর।শনিবার সন্ধেবেলা নীলের দেহ আসে দাসপুরে তার বাড়িতে। তারপরেই তার শেষকৃত্য সম্পন্ন হয়।