নিজস্ব সংবাদদাতা : জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার শিবনগরে বুধবার ভোররাতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত এবং তিনজন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই সময় বাড়ির ভিতরে নয়জন ব্যক্তি ঘুমাচ্ছিলেন, যাদের মধ্যে ছয়জন শ্বাসরোধে মারা যান এবং তিনজন অচেতন হয়ে পড়েন।
শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ধোঁয়ার কারণে এক প্রতিবেশীও অজ্ঞান হয়ে পড়েন। আহত তিনজনকে কাঠুয়া শহরের এইচএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রশাসন এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।