কোচবিহারের সীতাই আজ সবুজ রঙে রাঙা, ‘বড় প্রাপ্তি আছে’ বিশ্বাসী প্রার্থী

সপ্তম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে ৭৪ হাজার ৬৯৯টি ভোটে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
dggvbn

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ফের ঘাসফুলের জয়জয়কার দেখেছে বাংলা। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের কয়েক মাস পরই বাংলায় সম্পন্ন হয়েছে উপনির্বাচন। আজ রাজ্যের ৬টি কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা করা হচ্ছে। আর তাতেই ফের বাতাসে উড়ছে সবুজ আবির। 

কোচবিহারের সীতাই কেন্দ্রেও তৃণমূলের প্রার্থী ক্রমশ এগিয়ে চলেছে জয়ের দিকে। প্রার্থী সংগীতা রায় এদিন সকাল থেকেই গণনা কেন্দ্রে উপস্থিত রয়েছেন। যত ফলাফল গড়াচ্ছে ততোই যেন চওড়া হচ্ছে মুখের হাসি। 

bvgghjm

এদিন, প্রথম রাউন্ড শেষে সীতাইয়ের তৃণমূল প্রার্থী সংগীতা রায় এগিয়ে যান ১৪,১৩৩ ভোটে। প্রথম রাউন্ডে পান ১৫,৫০৫টি ভোট। তারপর যত গণনা এগিয়েছে ততোই বেড়েছে ব্যবধান।  ষষ্ঠ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী ৬৭,৭৬৭ ভোটে এগিয়ে। পেয়েছেন ৮৫,০২৮ ভোট। বিজেপি প্রার্থী পেয়েছেন ১৭,২৬১। আর সর্বশেষ সপ্তম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে ৭৪ হাজার ৬৯৯টি ভোটে। পেয়েছেন ৯৬,৭৯৭টি ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী দীপক রায় পেয়েছেন ২২,০৯৭টি ভোট। 

vftyhj

এদিন তাই চওড়া হাসি নিয়েই সীতাই কেন্দ্রের প্রার্থী সংগীতা রায় বলেছেন, ‘আরও বড় কিছু অপেক্ষা করছে। মুখ্যমন্ত্রীকে ভরসা করেন এলাকার মানুষ। তাই বড় প্রাপ্তিই হবে’। আপাতত তাই জয়ের অপেক্ষায় করছেন সীতাই কেন্দ্রের তৃণমূল প্রার্থী।