'অশান্তির ফলে দুই দেশের সংস্কৃতি নষ্ট হওয়ার সম্ভবনা', বললেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়

শীর্ষেন্দু মুখোপাধ্যায় মুখ খুললেন বাংলাদেশ নিয়ে।

author-image
Anusmita Bhattacharya
New Update
COver (12)

নিজস্ব প্রতিনিধি, হলদিয়া: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে হলদিয়ায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়  জানান, 'এই ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠুক এই কামনা করছি। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠুক। অশান্তির ফলে দুই দেশের  সংস্কৃতি নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে'।

প্রাক্তন বিধায়ক তথা সাহিত্যিক প্রয়াত তমলিকা পন্ডা শেঠের জন্মবার্ষিকী অনুষ্ঠানে কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, প্রাক্তন সাংসদ বিধায়ক লক্ষণ শেঠ, বুলা চৌধুরী, সাহিত্যিক শ্যামল কান্তি দাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।

Adddd