নিজস্ব সংবাদদাতা : মনোনয়নের দ্বিতীয় দিনে কোমরে পিস্তল গুঁজে বিডিও অফিসে পাহারাদারি করা তৃণমূলের অঞ্চল সভাপতিকে গ্রেফতারের পর আদালতে তোলা হলে এল জেল হেফাজতের নির্দেশ। শনিবার দিনভর মুর্শিদাবাদের বহরমপুরের ডোমকলে মনোনয়নকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। বিরোধীদের মনোনয়নে বাধা দানের অভিযোগ ওঠে। এলাকায় ব়্যাফ নামে। লাঠি চালায় পুলিশ। এরপরই নজর কাড়েন সারাংপুরের অঞ্চল সভাপতি বাসির মোল্লা। প্রথমে তাকে আটক করা হলেও গভীর রাতে গ্রেফতার করে পুলিশ। পিস্তল-সহ ধৃত তৃণমূল নেতার জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বহরমপুর আদালত।ধৃত তৃণমূলের অঞ্চল সভাপতির থেকে উদ্ধার একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি। ২৫ (১-বি) অস্ত্র আইনে মাত্র একটি ধারাতেই মামলা করা হয়েছে তার বিরুদ্ধে। তবে শুনানির সময় পুলিশের পক্ষ থেকে হেফাজতের আবেদন জানানো হয়নি বলেই খবর।