নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “ন্যায় যাত্রাকে প্রথম থেকেই নানা কৌশলে আক্রমণ করা হয়েছে। মণিপুরে রাহুল গান্ধীকে জনসভা করতে দেওয়া হয়নি যেখানে আমরা চেয়েছিলাম। মণিপুরের বাইরে একটি ব্যক্তিগত সম্পত্তিতে আমাদের এই সভা পরিচালনা করতে হয়েছে। আসামে সরকারের নির্দেশে যাত্রায় হামলা চালিয়েছেন বহু পুলিশকর্মী। পশ্চিমবঙ্গে আমরা শিলিগুড়িতে সভা করার অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু তা হয়নি। এই ন্যায় যাত্রা দেশের প্রত্যেকের জন্য, কাউকে সমর্থন বা বিরোধিতা করার জন্য নয়। প্রথম ভারত জোড়ো যাত্রায় আমরা কখনও এই ধরনের অসুবিধার মুখোমুখি হইনি।”