শিলিগুড়ির নিরাপত্তাতে এবার বিশেষ জোর সিপির

পূজা মন্ডপে গুটি গুটি পায়ে প্রতিমা দর্শনে ভিড় করছেন দর্শনার্থীরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2024-10-02 at 13.51.01

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরের বিগ বাজেটের পুজো হোক কিংবা থিম এর সাবেকিয়ানা আবেগের আরেক নাম শহর শিলিগুড়ি। শিলিগুড়ি শহরের আনাতে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান রকম পুজো। কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে শিলিগুড়িতে থিমের পুজোর সংখ্যা নেহাত কম নয়। দেবীপক্ষের শুরুর প্রথম দিনেই এইসব পূজা মন্ডপে গুটি গুটি পায়ে প্রতিমা দর্শনে ভিড় করছেন দর্শনার্থীরা। বাঙালির আবেগের আরেক নাম পুজো তাই সমস্ত বিপর্যয়কে উপেক্ষা করে পুজো মন্ডপে বাঙালির ভিড় হবেই। 

তবে পুজোতে যাতে সুরক্ষার ক্ষেত্রে কোন আপোষ না হয়, তার জন্য বিভিন্ন পূজো মণ্ডপ পরিদর্শন করে ফেললেন শিলিগুড়ি পুলিশ কমিশনার। শিলিগুড়ি শহরের ছোট বড় বিভিন্ন মন্ডপের নিরাপত্তা সংক্রান্ত বিষয় খুঁটিয়ে দেখতে রাস্তায় নামলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। তার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর, এছাড়া উপস্থিত ছিলেন dcp পূর্ব রাজেশ সিং, সহ এসিপি এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ আধিকারিকরা। 

WhatsApp Image 2024-10-02 at 13.51.04

শিলিগুড়ি পুলিশের উচ্চপদস্থ কর্তারা এদিন শিলিগুড়ির বিভিন্ন ছোট বড় পূজা মন্ডপ ঘুরে ঘুরে দেখেন। কোথাও নিরাপত্তায় কোনরকম গলদ রয়েছে কিনা তা খতিয়ে দেখেন। বিশেষ করে এক্সিট এবং এন্ট্রি দুই গেট সঠিকভাবে করা হয়েছে কিনা তাও দেখেন তারা। মণ্ডপের ভিতরে অক্সিজেনের ব্যবস্থা এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে কিনা সেগুলিও খুঁটিয়ে দেখা হয়। পুজো মন্ডপের কর্তাদের সঙ্গে কথা বলেন তারা। 

প্রতিটি মণ্ডপের স্বেচ্ছাসেবক মাস্ট বলে জানিয়েছেন শিলিগুড়ির পুলিশ কমিশনার। একই সঙ্গে কোন রকম দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে যাতে সিসিটিভির ব্যবস্থা থাকে তা লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন।

Adddd