কার্নিভালে ডিউটি ছিল! এবার শিলিগুড়ি পৌরসভার চিকিৎসককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন শিলিগুড়ির পৌরসভার চিকিৎসক।

author-image
Tamalika Chakraborty
New Update
doctor


নিজস্ব সংবাদদাতা:  এবার শিলিগুড়ি পৌরসভার চিকিৎসককে মারধরের অভিযোগ উঠল  পুলিশের বিরুদ্ধে। কার্নিভালের  রাতে ডিউটি করতে গিয়ে পুলিশের হামলার শিকার হন বলে তিনি অভিযোগ করেছেন। এই বিষয়ে তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারকে চিঠি লিখেছেন বলে জানা গিয়েছে। 

শিলিগুড়ির এই চিকিৎসক অভিযোগ করেন,  রাত দশটা থেকে ডিউটি ছিল তাঁর। কিন্তু তাঁকে সিকিউরিটি পাস দেওয়া হয়নি। নিরঞ্জন ঘাটে ঢোকার সময়ই তাঁকে পুলিশের বাধার মুখে পড়তে হয়। তিনি  সেই সময় পুলিশকে বলেছিল যে তিনি অন ডিউটি চিকিৎসক। অভিযোগ, এরপরেও তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ এনে তাঁকে অপরাধীর মতো প্রকাশ্যে মারা হয়। এরপর তাঁকে থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। দু’ঘণ্টা পর পিআর বন্ডে ছাড়া পান তিনি। আক্রান্ত চিকিৎসক অভিযোগ করেন, কেন তাঁকে মারধর করা হল, তা তিনি কিছুই বুঝতে পারছেন না। তিনি বলেন, “হঠাৎ করে ১০ -১২ জন আমাকে মারতে শুরু করেন। আমার পিঠে খিমচে দেয়। তারপর এক জন পুলিশ আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে সিনিয়রের কাছে নিয়ে যায়। তারপর আমাকে ক্রিমিন্যালের মতো আমার বাইকেই বসিয়ে মারধর করে। পরে আমাকে দিয়ে পি আর বন্ডে ছাড়ে।”