রাতেও এবার শিলিগুড়ি-কলকাতা কাছাকাছি!

উত্তর বঙ্গের বিরাট অংশজুড়ে দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগ স্থাপন হবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
fog train.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার শিলিগুড়ি থেকে কলকাতা যাত্রা হবে আরো সহজ। তার কারণ শিলিগুড়ি এবং কলকাতার মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য এবার বিরাট ব্যবস্থা। বিশেষ করে রাতের যাত্রা আরো সুগম করার জন্য শিলিগুড়ি থেকে কলকাতার মাঝে আসছে নতুন ট্রেন। 

উত্তর-পূর্বের প্রবেশদ্বার এবং পূর্ব ভারতের প্রবেশদ্বারের মধ্যে সংযোগ স্থাপন করতে বিরাট উদ্যোগ নিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে পাঠালেন চিঠি। আর সেই চিঠির সদুত্তর মিললেই শিলিগুড়ি থেকে চালু হবে কলকাতা ট্রেন। 

mitali train

শুধুমাত্র শিলিগুড়ি কলকাতা নয় উত্তর বঙ্গের বিরাট অংশজুড়ে দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগ স্থাপন হবে। নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদাহ এবং শিয়ালদাহ থেকে নিউ জলপাইগুড়ি রাত নটার পর কোন ট্রেন যাতায়াত করে না। শিলিগুড়ি থেকে কলকাতা কিংবা কলকাতা থেকে শিলিগুড়ি আসার ক্ষেত্রে রাতে যথেষ্ট প্রতিবন্ধকতা পেরোতে হয় সাধারণ মানুষকে।

দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। এই ট্রেন অবিলম্বে চালু হলে বহু সাধারণ মানুষ উপকৃত হবে বলে জানিয়েছেন বিধায়ক। তবে এখন রেলমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় এই নতুন ট্রেন লাইন। এই ট্রেন চালু হলে শুধুমাত্র যাতায়াত ব্যবস্থায় নয় ব্যবসায়িক ক্ষেত্রেও প্রভূত উন্নতি হবে উত্তরবঙ্গ এবং দক্ষিণ বঙ্গের তা বলাই বাহুল্য।

shankar ghoshjk.jpg