কুয়াশার চাদরে মুখ ঢেকেছে শিলিগুড়ি

আজ সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে শিলিগুড়ি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
82569106_2731787916887366_4296247024455516160_n.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বঙ্গজুড়ে ফের একবার শুরু হয়েছে ঠান্ডার ঝোড়ো ব্যাটিং। শেষ কয়েকদিন থেকেই বদলেছে পরিস্থিতি। হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণবঙ্গ, সব দিকেই বেশ ভালো দাপট দেখাচ্ছে শীত। আগামী কয়েকদিন এমনই আবহাওয়া চলবে বঙ্গে। যা জানা যাচ্ছে, এই মুহুর্তে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা ১০ থেকে ১৫-র মধ্যে ওঠানামা করছে। আর সেখানে উত্তরবঙ্গে সব জেলার তাপমাত্রা এক সংখ্যার ঘরে নেমেছে।

আজ সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে শিলিগুড়ি। দৃশ্যমান্যতার অভাব এতোটাই যে এক হাত দূরের কিছুও দেখতে বেশ কষ্টকর হচ্ছে। ফলে ধীর গতিতে চলছে যানবাহন। আজ সারাদিন এমনই পরিস্থিতি থাকবে বলে জানা যাচ্ছে।

 

hiren