নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়ি হাসপাতালে নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রসহ্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। মৃতার হাত থেকে একটি চিরকুট পাওয়া গিয়েছে। সেখান থেকেই রহস্য আরও জটিল হয়ে উঠছে। মনে করা হচ্ছে, সেটি 'সুইসাইড নোট'। পুলিশের সেই চিরকুট দেখে অনুমান করছে, ওই নার্স আত্মহত্যা করেছেন। চিরকুটের শেষের একটি লাইন 'তাৎপর্যপূর্ণ' বলে মনে করছে তারা। ওই বয়ান ভাবাচ্ছে মৃতার পরিবারকেও।
প্রসঙ্গত, শুক্রবার রাতে শিলিগুড়ির মিলনপল্লির মুকুন্দদাস এলাকার একটি মহিলা হস্টেল থেকে এক নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। শিলিগুড়ির একটি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন ওই যুবতী। পুলিশ সূত্রের খবর, নার্সের দেহ উদ্ধারের পর তাঁকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তাঁর মুঠো করা হাত থেকে একটি চিরকুট পাওয়া যায়। নামপ্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিকের কথায়, ''ওই কাগজে বেশ কয়েকটি লাইন লেখা রয়েছে। লেখা আছে, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নন। মৃতার বাবা-মায়ের কথাও উল্লেখ করা হয়েছে। শেষ লাইনে লেখা রয়েছে, "আমার খুব ভয় করছে।" মৃতার ভাই বলেন, ''আমরা বুঝতে পারছি না, কিসের ভয়ের কথা বলতে চেয়েছে ও। মৃত নার্সের বাড়ি দার্জিলিংয়ের পন্নামে। মৃতার পরিবার জানায়, শুক্রবার রাত ১০টা থেকে ১০টা নাগাদ তাঁর মেয়ের মৃত্যুর খবর পান। কিন্তু মেয়ে তার অনেক আগে মারা গিয়েছে।