শিলিগুড়িতে বিটিং রিট্রিট সেরিমনি! অবাক চোখে দেখল মানুষ

শিলিগুড়ি সীমান্তে এক অন্যরকম আয়োজন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
dyioil

File Picture

নিজস্ব সংবাদদাতা: বড়দিন এনে দেয় শান্তি সম্প্রীতির বার্তা। একদিকে যখন গোটা পৃথিবী জুড়ে চলছে অশান্তি ঠিক সেই সময় শান্তা যাতে শান্তি নিয়ে আসেন সেই প্রার্থনাই করছেন সকলে। এরই মাঝে শিলিগুড়ি সীমান্তে এক অন্যরকম আয়োজন। বাংলাদেশের অস্থিরতার মধ্যেই বড়দিনের দিন বিকেলে শিলিগুড়ি সংলগ্ন ইন্দ বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ীতে আয়োজিত হল বিটিং রিট্রিট সেরেমনি। 

বুধবার বিকালে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা। উপস্থিত ছিলেন বিএসএফের ডিজি দালজিত সিং, এছাড়াও ছিলেন অন্যান্য বিএসএফ কর্তারা। একদিকে যখন সীমান্তের চলছে করা প্রহরা এবং নজরদারি। ঠিক সেই সময় এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দুই পাড়ের বহু মানুষ। 

drttjk

বাংলাদেশের পরিস্থিতি যাই হোক না কেন আনন্দে শামিল হয়েছিলেন তারাও। দুই বাংলাকে আবারো এক করে দিল এই বিটিং রিট্রিট সেরিমনি। তবে এই সপ্তাহের মঙ্গলবার এর পরিবর্তে বড়দিন উপলক্ষে বুধবার আয়োজিত হয় এই সেরিমনি। বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে পায়ে পামেলায় বিএসএফ। অর্থাৎ এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকে দুই বাংলার মানুষ। 

ব্যাটেলিয়ানদের এই অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল সীমান্তবর্তী এলাকা। তবে সেই নিরাপত্তার মাঝেও দুই বাংলার মানুষের মধ্যে আনন্দের রোল দেখা গেল। এদিনের এই অনুষ্ঠানের প্রারম্ভা ভাসনে বিএসএফ কর্তারা সাধারণ মানুষের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখবার আবেদন জানালেন।

djkjl