নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: ঝুমি নদীর জল কমলেও এবার জল বাড়ছে ঘাটালের শিলাবতী নদীতে। ঘাটাল পৌর এলাকায় ঢুকছে জল, প্লাবিত হচ্ছে রাস্তা। জল পেরিয়ে চলছে পারাপার। ঘাটাল শহরের উপর দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী নদী যার জলস্তর বৃদ্ধি হলে প্রতিবারের মতো এবারও প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে ঘাটাল পৌর এলাকা। আর ঘাটাল ফের বন্যার দোরগোড়ায় আসতেই চিরাচরিতভাবেই আবারও উঠে আসছে সেই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন নিয়ে।
আপাতত ঘাটাল পৌরসভার বেশকয়েকটি ওয়ার্ডের যাতায়াতের রাস্তা ও জমিতে জল ঢুকেছে। শিলাবতী নদীর জল বাড়ায় শিলাবতী নদীর উপর ভাসমান ঐতিহ্যবাহী ভাসাপোল সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছিল যাতায়াত। নতুন করে পাটাতন লাগিয়ে আবার চালু করা হয়েছে ভাসাপোল। এক কথায় শিলাবতী নদীর জল বাড়ায় উদ্বেগ বাড়ছে ঘাটালবাসীর। ঘাটাল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে শিলাবতী নদীর জল বিপদসীমার নিচেই বইছে, তবে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত মহকুমা প্রশাসন। এই মুহুর্তে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি না হলেও শিলাবতীর জলস্তর কমা-বাড়ার উপর নির্ভর করছে ঘাটাল শহর এলাকায় বন্যার চিত্র আগামীতে কেমন যাবে। আপাতত পরিস্থিতির দিকে নজর রাখছে ঘাটাল মহকুমা প্রশাসনসহ ঘাটাল পৌরসভা।