নিজস্ব সংবাদদাতা: স্বচ্ছ ভারত অভিযান থেকে নির্মল মুক্ত অভিযান নিজের এলাকাকে পরিষ্কার রাখতে নানান পদক্ষেপ নিয়েছে কেন্দ্র এবং রাজ্য। কিন্তু তারপরেও মানুষ সচেতন কোথায়। পাহাড় থেকে সমতল সর্বত্র ভরছে নোংরায়। যা নিয়ে এবার বেজায় চোটে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
বেশ কয়েকদিন যাবত সিকিম রাজ্যের জঞ্জাল নিয়ে এসে ফেলা হচ্ছে শিলিগুড়ি শহর লাগোয়া ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায়। সে রাজ্যকে পরিষ্কার রাখতে বাংলায় এসে জঞ্জাল ফেলা হচ্ছে? এতে অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন শিলিগুড়ির মেয়র।
ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকা এবং ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকায় যেখানে সেখানে পড়ে রয়েছে নানান ময়লা আবর্জনা। খবর পেয়ে ছুটে যান পরিবেশপ্রেমীরা। তাতেই চক্ষু চড়ক হয় তাদের। অন্য রাজ্য থেকে এ রাজ্যে এসে নোংরা ফেলে যাওয়া হচ্ছে। খবর চাউর হতেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। ইস্টার্ন বাইপাসের এই বিশেষ এলাকা যেন ভাগারে পরিণত হয়েছে।
খোঁজখবর নেওয়ার পর ঘটনার স্থল সরজমিনে খতিয়ে দেখতে যান মেয়র গৌতম দেব। এই নিয়ে শিলিগুড়ি পৌরনিগমের একটি সাংবাদিক বৈঠক করেন তিনি। সিকিম সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন বলেও আশ্বস্ত করেন তিনি। নিজেদের রাজ্যকে পরিষ্কার রেখে বাংলাকে দূষিত করার এই ঘটনায় সিকিমের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র। এই নিয়ে প্রয়োজনে সিকিম প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন মেয়র গৌতম দেব।