সামনেই শিক্ষক দিবস। তার আগে খুশির হাওয়া ডেবরায়। রাজ্য সরকার কর্তৃক বিশেষ এক সম্মানে ভূষিত হতে চলেছেন ডেবরা কলেজের শিক্ষিকা। গর্বিত ডেবরাবাসী। পড়ুয়ারাও আনন্দিত।
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : শিক্ষকরত্ন পুরস্কার পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা শহীদ ক্ষুদিরাম মহাবিদ্যালয়ের অধ্যক্ষা রূপা দাশগুপ্ত। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস, শিক্ষক দিবসের দিন ওনার হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হবে। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে এমনটাই খবর। রাজ্য সরকারের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রূপা দাশগুপ্ত দীর্ঘ সময় ধরে মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খাঁন মহিলা মহাবিদ্যালয়ে শিক্ষকতা করেন।তার পর ডেবরা কলেজ অধ্যক্ষা হন। ডেবরা কলেজের উন্নয়নের জন্য নানা পদক্ষেপ তিনি নিয়েছেন। বিশেষ করে ছাত্রীদের সুরক্ষার জন্য কলেজ ক্যাম্পাসে সিসিটিভি লাগানোকে আগে গুরুত্ব দিয়েছেন।পাশাপাশি কলেজের নিয়ম শৃঙ্খলার নিরিখে জেলার প্রথম সারিতে নাম রয়েছে এই ডেবরা কলেজের।তাঁর এই সম্মান প্রাপ্তির খবরে খুশির হাওয়া সমগ্র ডেবরাজুড়ে।পাঠরত ছাত্র ছাত্রী থেকে কলেজের শিক্ষক শিক্ষিকা, সকলেই খুশি। কলেজের ম্যাডামকে শুভেচ্ছা জানিয়েছেন সকলে।কলেজের এক শিক্ষক জানান, ''ম্যাডাম এই পুরস্কার পাওয়ার যোগ্য,কলেজের প্রতি যে ভাবে দ্বায়িত্ব পালন করেন এই পুরস্কার পাওয়ার যোগ্য তিনি।কলেজের সৌন্দর্যায়ন,আলোর ব্যাবস্থা, হোস্টেলে নজরদারি, সব ক্ষেত্রেই তিনি বড় দায়িত্ব পালন করেছেন। কয়েক মাস ন্যাকের ভিসিটেও ভালো গ্রেড পেয়েছে এই কলেজ।ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষা রূপা দাশগুপ্ত জানিয়েছেন শুক্রবার তিনি বার্তাটি পান। তারপর কলেজে জানাজানি হতে কলেজ জুড়ে খুশির হাওয়া। ডেবরাবাসিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরো জানান, ''এই পুরস্কার আমার দ্বায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে । আমার কর্মজীবনে সবথেকে সেরা সম্মান এইটা।'' আর কলেজের ম্যাডামের এই কৃত্তিতে খুশি পড়ুয়া ও কলেজ কর্মীরা।