নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালির আঁচের মধ্যেই নতুন করে তপ্ত হচ্ছে ‘খালিস্তানি’ প্রসঙ্গ। ধামাখালিতে শুভেন্দুদের সঙ্গে বচসার সময় আইপিএস অফিসারকে খালিস্তানি বলে আক্রমণ করছিলেন শুভেন্দু, অগ্নিমিত্রারা। আর তাতে তেড়েফুঁড়ে উঠেছে শিখ সম্প্রদায়।
পার্টি অফিসের সামনে বিক্ষোভের পাশাপাশি এবার রাজ্যপালের দ্বারস্থ হলেন তারা। উপযুক্ত ব্যবস্থার দাবিতে এবার রাজ্যপালের দ্বারস্থ শিখ সম্প্রদায়ের একাংশ। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন ৭টি গুরুদ্বারের প্রতিনিধিরা। দিলেন নিজেদের অভিযোগ পত্র।