‘যদি ১৪২ কোটি মানুষ একসাথে কুলি করে ফেলে দেয়, তাহলে ১৮ কোটি মানুষের কী হবে?’- কে বলল? কেনো বলল? জানুন...

দুর্গাপুরে সিদ্দিকুল্লা চৌধুরী বললেন, ‘১৪২ কোটি ভারতীয় একত্রিত হলে ওদের কিছু হবে না’। বিএনপি নেতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : শনিবার দুর্গাপুরের সিটি সেন্টারে সিটি সেন্ট্রাল লাইব্রেরির দ্বিতীয় তলা উদ্বোধন করতে গিয়ে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বিএনপি নেতার বিরুদ্ধে পাল্টা হুংকার দিয়েছেন। তিনি বলেন, "আমরা ১৪২ কোটি মানুষ যদি একসাথে মুখে জল নিয়ে কুলি করে ফেলে দিই, তাহলে ওদের কী হবে একবার ভাবুন। ওরা তো ১৮ কোটি।"

publive-image

এদিন উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক পন্নামবলাম এস, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক প্রশান্ত শুক্লা সহ গ্রন্থাগার আধিকারিকরা।

publive-image

মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ভারতের দিকে আক্রমণ শানানো বিএনপি নেতার মন্তব্যের পাল্টা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, "যদি তাঁরা মনে করেন দরজা খুলে দেবো, তাহলে সেখানে কথা বলুন। সেখানে ভলেন্টিয়ার বাড়ান। ওনারা ভিটে মাটি ছেড়ে আসবেন কেন সেই খানের সরকারকে বলুন।" এছাড়া, সিদ্দিকুল্লা চৌধুরী ভারতের মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করে বলেন, "ভারতীয়দের সাথে মুক্তিযুদ্ধ করতে হবে, চীন থেকে উসকাচ্ছে ওদের।"