অনলাইন পেমেন্টের মাধ্যমে প্রতারণা শিকার শ্যামনগরে ব্যবসায়ী

ফোন করা হলে ফোনটিও বন্ধ রাখা হয়। অবশেষে স্থানীয় ব্যবসায়ী সমিতিকে বিষয়টি জানান স্বর্ণ ব্যবসায়ী । প্রতারণার বিষয়টি নিয়ে সোমবার জগদ্দল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে।

author-image
Jaita Chowdhury
New Update
e473563ff333a42f4934ebc516306c62e0839bae

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: শ্যামনগর এলাকার স্বর্ণ ব্যবসায়ী রামু পালের দোকানে গত ১১ ফেব্রুয়ারি এক মহিলা ৫৯০০০ টাকার একটি সোনার জিনিস কেনেন। এরপর অনলাইনে মহিলা টাকা দেওয়ার কথা জানান। সেই মতো, ওই মহিলা অনলাইন পেমেন্ট করলেও স্বর্ণ ব্যবসায়ীর কাছে টাকা না ঢোকায়। পরের দিন তিনি ব্যাংকে যোগাযোগ করলে ব্যাংক থেকে জানানো হয় তাঁর একাউন্টে এমন কোনও টাকা আসেনি।

এরপর তিনি সেই মহিলার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান কোন যান্ত্রিক ত্রুটির জন্য হয়ত তাঁর কাছে টাকাটি গিয়ে পৌঁছায়নি। সেই কারণে তিনি টাকাটি নগদে দিয়ে আসবেন স্বর্ণ ব্যবসায়ীকে সেই মতো স্বর্ণ ব্যবসায়ী রামু পাল অপেক্ষা করলেও মহিলা আর তাঁর দোকানে আসেননি এমনকি ফোন করা হলে ফোনটিও বন্ধ রাখা হয়। অবশেষে স্থানীয় ব্যবসায়ী সমিতিকে বিষয়টি জানান স্বর্ণ ব্যবসায়ী । প্রতারণার বিষয়টি নিয়ে সোমবার জগদ্দল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে।