নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে ভোট লুটের প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের দীঘা মোড়ে বিজেপি উদ্যোগে একটি প্রতিবাদ সভা আয়োজিত হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিনের সভায় উপস্থিত হয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, '' কন্টাই কো অপারেটিভ ব্যাংকের নির্বাচন কেন্দ্র এগরা থেকে জেড়থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ভোট লুট করার জন্য। ওখানকার এক জেহাদি তৃণমূল নেতা আয়ুব খানের নেতৃত্বে লুট হয়েছে। এছাড়াও তিনি আয়ুপ খানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আয়ুপ ব্যাটা তুমি মুম্বাইতে ব্যবসা করো। ওখানে কোন সরকার আছে জানো তো ! আয়ুপের ডিটেলস আমাকে দিবেন, কি করে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় সেটা আমার জানা আছে। আমার নাম শুভেন্দু অধিকারী। পাশাপাশি এগরার বিধায়ক তরুণ মাইতিকে আক্রমণ করে তিনি বলেন, ' জানুয়ারি মাসে বালিঘাইতে একটি বড় সভা করবো। শিক্ষক থেকে অধপতিত হওয়া এগরার বিধায়ক তরুণ মাইতিকে হারাবো। ২৬ সালের নির্বাচনে হারাধন তরুণ মাইতি এর উত্তর পাবে। আপনাকে লোকসভায় হারিয়েছি, বিধানসভায় ও হারাবো। বলে বলে হারাবো, আপনারা যা খুশি করুন সরাসরি চ্যালেঞ্জ এগরার বিধায়ককে রাজ্যের দুই বিধানসভায় ভোটার লিস্টে জঙ্গির নাম প্রসঙ্গে এগরায় কটাক্ষ শুভেন্দু অধিকারীর। ''
তিনি আরও বলেন, '' শুধু ভোটার লিস্টে নয় সৌকত মোল্লার বিখ্যাত ক্যানিং -এ জাভেদ মুন্সি ধরা পড়েছে। কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে। কাশ্মীরের পুলিশ শুধু কাশ্মীর সরকারের নয়, ওটা গভর্নরের। কাশ্মীরের পুলিশ পাকিস্তানের জঙ্গিকে ধরেছে। এগরার জেড়থানের আরেক জঙ্গি আয়ুব খান। গোটা রাজ্যটাই জঙ্গিতে ভর্তি হয়ে গেছে। আমরা লোকসভায় ২ কোটি ৩৩ লক্ষর বেশি ভোট পেয়েছি, সব টাই হিন্দু ও জনজাতির ভোট। তৃণমূল ২ কোটি ৭৫ লক্ষ ভোট পেয়েছে তাঁর মধ্যে ২ কোটি মুসলমানের ভোট বাকি ৪০ লক্ষ ছাপ্পা ভোট। ডায়মন্ড হারবারে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি, পিংলার একটি মন্ডলে কোনো হিন্দু ভোট দিতে পারেনি, জেড়থানে বিজেপি একটাও ভোট দিতে পারেনি। এখানে জঙ্গিদের সরকার চলছে। এদের মুখ হচ্ছে সিদ্দিকুল্লা আর ফিরহাদ হাকিম। আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি। ''
এছাড়াও তিনি BSF ঠিক মতো গার্ড দিচ্ছেনা সেই প্রসঙ্গে বলেন, ' ওরা আগে জমি দিক তার পর BSF এর উপর আঙ্গুল তুলবে। ''