ফের সভা বাতিল, হাইকোর্টের দ্বারস্থ ক্ষুব্ধ শুভেন্দু

ফের কোতুলপুরে শুভেন্দু অধিকারীর সভা বাতিল করল প্রশাসন। যার জেরে বিজেপি শুক্রবার কোতুলপুরের কর্মসূচি বন্ধ রেখেছে। তবে এদিনই প্রশাসনের সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন শুভেন্দু অধিকারী।

author-image
Tamalika Chakraborty
New Update
1s (1).jpg

নিজস্ব সংবাদদাতা: ফের কোতুলপুরে শুভেন্দু অধিকারীর সভা বাতিল করা হল।  পর পর দুবার কোতুলপুরে শুভেন্দুর সভা বাতিল করল প্রশাসন। অনুমতি না মেলার কারণে শুক্রবার কোতুলপুরে কর্মসূচি বাতিল করেছে বিজেপি। পর পর দুবার কোতুলপুরে সভা বাতিল করায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বিরোধী দলনেতা। 

বার বার সভা বাতিল হওয়ায় ক্ষুব্ধ বিরোধী দলনেতা। প্রশাসনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে শুক্রবারই শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানা গিয়েছে। এর আগে ১ নভেম্বর বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারীর। কিন্তু অনুমতি না পাওয়ায়, বিজয়া সম্মিলনী অনুষ্ঠানটি বাতিল করতে হয়। ১৭ নভেম্বর কোতুলপুরে ফের শুভেন্দুর সভা বাতিল করা হয়।