কর্নেল কুরেশির অপমান কিছুতেই মেনে নেওয়া হবে না! বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে রাজভবনের বাইরে বিক্ষোভ
ফের উত্তেজনা বিকাশ ভবনের সামনে, ব্যারিকেড ভেঙে পথে চাকরিহারারা
শিক্ষকরা চাইছেন চাকরি, পুলিশ দিচ্ছে কেস! বিকাশ ভবনের বিক্ষোভে টালমাটাল প্রশাসন
উপড়ে ফেলে দিলেন গার্ডরেল! আন্দোলনকারী শিক্ষক-শিক্ষাকাদের সামলাতে বিকাশভবনের সামনে ব্যাপক পুলিশ বাহিনী
ESI ও PF-র দাবিতে উত্তাল উত্তরপাড়া পুরসভা, কাজ বন্ধ রেখে পথে সাফাই কর্মীরা
নকল করতে হলেও বুদ্ধি লাগে, মোদিকে নকল করতে গিয়ে বিশ্বমঞ্চে হাসির পাত্র শাহবাজ শরিফ
ব্রেকিং : আজ রাজ্যজুড়ে ধিক্কার দিবস— জানুন বিস্তারিত
অপারেশন সিঁদুরে সম্মানে আজ কলকাতায় তিরঙ্গা যাত্রা, যোগ দিচ্ছে বঙ্গ বিজেপি
আজ ফের সুপ্রিম কোর্টে ডিএ মামলা, সরকারি কর্মীদের নজর রাজ্যের জবাবে

বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উদযাপনে রাজ্য সরকারকে এক হাত নিলেন শুভেন্দু অধিকারী

রাজ্য সরকারকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর।  

author-image
Adrita
New Update
a

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ ঝাড়গ্রামের গাইঘাটাতে বিরসা মুন্ডার জন্ম জয়ন্তীতে এসে বর্ণাটা শোভাযাত্রায় যোগদান করেন এবং বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ''উত্তরবঙ্গে রাজ্যসরকার জমি দেয়নি। দিলে সেখানেও এমস তৈরী করত কেন্দ্রীয় সরকার। জমি দিলে ঝাড়গ্রামে একলব্য স্কুল হবে। নটা স্কুল করতে চেয়েছে ভারত সরকার। রাজ্য সরকার জমি দিচ্ছেনা টাকা চায়। '' 


 
লটারি কেলেঙ্কারি নিয়ে তিনি বলেন, '' লটারি কেলেঙ্কারি নিয়ে আমি দুবছর লাগাতার বলেছি। ডিয়ার লটারি, মাটিন লাটারি এগুলো ভাইপোর। ভোটে ৬০০কোটি টাকা টিএমসির এলেক্টোরাল বন্ডে।রাজ্য সরকার কে সাড়ে চারহাজার কোটি টাক ট্যাক্স দিয়েছে।লটারি লেগেছে অনুব্রত ও তার মেয়ের, জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তা ও তার স্ত্রীর। এরকম অসংখ্য তৃণমূলের নেতা নেত্রী দের প্রাইজ লাগে। আনসোলড টিকিটে প্রাইজ লাগে না। এটা  সাধারন মানুষের লাগে না। এটা দক্ষিণ ভারতের ডিএমকে এবং এরাজ্য তৃনমূল এই দুজনের ব্যাবসা। প্রমান হবে বিরোধী দলনেতার অভিযোগ সত্যি। এর সাথে ভাইপো, প্রতিক জৈন, আইপ্যাক যুক্ত। এর ডিল হয়েছে চেন্নাইয়ে বসে। '' 

সরকারি বাস উধাও প্রসঙ্গে তিনি বলেন, '' সরকারি বাস রাস্তায় উঠে যাচ্ছে প্রসঙ্গে বলেন গোটা ট্যাব খেয়ে নিচ্ছে বাসও খেয়ে নিচ্ছে। '' এছাড়াও ট্যাব কেলেঙ্কারি প্রসঙ্গে তিনি বলেন, '' এটা নিয়ন্ত্রিত হয়েছে মমতার বাড়ি থেকে। তৃণমূল যুক্ত রয়েছে। গতকাল ও বলেছি রাজ্যের মুখ্যমন্ত্রী চোর তার পরিবার ও চোর। নিচুতলার কর্মীরা বলছে উনি ঝারতে পারলে আমরাও পাঁচটা  ট্যাবের ৫০ হাজার ঝারতে পারলে ক্ষতি কি? ঝাড়ার প্রতিযোগিতা চলছে। '' ছত্রধর প্রসঙ্গে তিনি বলেন, '' উনি খুনি নেতা ঞ্জানেশ্বরী তে ১২৯ জন খুনের আসামী। পুলিশ সরে ঝাড়গ্রামে তৃণমূল ধপ করে পড়ে যাবে। ''