মুখ্যমন্ত্রী নিজের আত্মাকে শয়তানের কাছে বিক্রি করেছেন! বিস্ফোরক শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী তীব্র ভাষায় সাগরিকা ঘোষ ও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। তিনি বলেন, একটি রাজ্যসভার টিকিটের জেরে "লিবারেল ডেমোক্র্যাট" মতাদর্শ জানালার বাইরে চলে যাচ্ছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Suvendu Adhikari

নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালি ইস্যুতে তীব্র ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন প্রাক্তন সঞ্চালিকা সাগরিকা ঘোষ। অতীতে তিনি মমতা বিরোধী হিসেবে পরিচিত ছিলেন। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, "সময় কেমন বদলে যায়! একটি রাজ্যসভার টিকিটের জেরে "লিবারেল ডেমোক্র্যাট" মতাদর্শ জানালার বাইরে চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দলের সহকর্মীদের 'সীমাহীন স্বাধীনতা' দিয়ে আপনি খুব ভালো আছেন। শেখ শাহজাহান ও শিবু হাজরা, যারা সন্দেশখালির নারীদের  অধিকারপদদলিত করে, তাদের অধিকার ও স্বাধীনতা এখন আপনার কাছে ঝাপসা মনে হচ্ছে, তাই না? এটা প্রত্যাশিত যে আপনি যখন আপনার আত্মাকে শয়তানের কাছে বিক্রি করবেন, তখন আপনার মুখ থেকে বেরিয়ে আসা শব্দগুলি অত্যন্ত খারাপ হবে।  পাশাপাশি একজন অ্যাঙ্কর থেকে একজন মুখপাত্রে দ্রুত রূপান্তর শুধু একটা রাজ্যসভার টিকিটে আপনি সম্ভব করলেন। আপনি নিশ্চয়ই অন্যান্য পচা তোলামুলের মুখপাত্রদের তাদের অর্থের জন্য দৌড়াবেন।"