পশ্চিম মেদিনীপুর:- বাংলার ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন রয়েছে। সেই ৬ টি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে অন্যতম হাইভোল্টেজ আসন মেদিনীপুর। মেদিনীপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন শ্রী শুভজিৎ রায়। এদিকে তৃণমূলের তরফ থেকে এখনও প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। সম্ভাব্য মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা।
তবে এর জল্পনা জিয়ে রেখেছে শাসক দল। এমত অবস্থায় মেদিনীপুরের বিরোধী প্রার্থী বিজেপির ক্যান্ডিডেট ঘোষণা হয়ে যাওয়াতে শাসকদলের চাপ বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। দীর্ঘদিনের দাবী মেনে বিজেপি এবার ভূমিপুত্রকে উপনির্বাচনে প্রার্থী করেছে। শাসকদলের অন্তরেও একই চাপ অব্যাহত রয়েছে ভূমিপুত্রকেই প্রার্থী করতে হবে। তবে কাকে প্রার্থী করবে শাসক দল, সেদিকে তাকিয়ে রয়েছে জেলা রাজনৈতিক মহল থেকে শুরু করে তৃণমূলের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। অপরদিকে বাম কংগ্রেসের জোটের পক্ষ থেকেও এখনো কোনও ধরনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি।
২৬ এর বিধানসভা নির্বাচনের আগে ২৪ এর শেষের দিকে এই বিধানসভা উপনির্বাচনের যথেষ্টই তাৎপর্য রয়েছে বলে মনে করছেন ওয়াকিবহল মহল। এই পরিস্থিতিতে এবার বার্তা দিয়েছেন বিজেপি প্রার্থী শ্রী শুভজিৎ রায়। তার বক্তব্যের ভিডিও রইল আপনাদের জন্য-