পুনরায় ভোটের দাবি জানালেন শুভেন্দু !

পঞ্চায়েত ভোটের দিন একাধিক জেলায় হিংসার ঘটনা ঘটেছে। যেখানে এই ঘটনাগুলি ঘটেছে, সেখানকার সিসিটিভি ফুটেজ দেখার দাবি জানান শুভেন্দু অধিকারী। যেখানে সিসিটিভি নেই, সেই এলাকায় পুনরায় ভোট করার দাবি জানান তিনি। 

author-image
Ritika Das
New Update
suvendu adhikary.jpg

ফাইল চিত্র 

নিজস্ব সংবাদদাতা: বোমাবাজি, অশান্তির মধ্যে দিয়েই শেষ হল পঞ্চায়েত ভোট (WB Panchayat Election 2023)। শনিবার সকাল থেকেই হিংসার খবর ছড়িয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে। রাজ্যের এই অশান্তির জন্য দায়ী তৃণমূল, এমন অভিযোগ জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার তিনি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখার দাবি জানালেন। 

শনিবার ভোট হয়ে যাওয়ার পর সন্ধে নাগাদ রাজ্য নির্বাচন কমিশনের অফিসে যান তিনি। সেখান থেকে বেরিয়ে আসার পর শুভেন্দু জানান, যে জায়গায় হিংসার ঘটনা ঘটেছে, সেখানকার সিসিটিভি ভিজ্যুয়াল পরীক্ষা করার দাবি জানিয়েছিলেন তিনি। যে এলাকাগুলিতে সিসিটিভি কাজ করছিল না, সেখানে পুনরায় ভোট করার দাবি জানান বিরোধী দলনেতা।