হরি ঘোষ, দুর্গাপুর : রাজ্যব্যাপী আদিবাসীদের ডাকা বনধ এর ব্যাপক প্রভাব পড়ল দুর্গাপুরে। দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন ও দুর্গাপুর থানার অধীন রঘুনাথপুর এলাকায় এদিন সকাল থেকেই বনধ সমর্থকরা রাস্তা অবরোধ করে। মূলত কুড়মিদের এসসি/এসটি তালিকাভুক্ত করা যাবে না, এই ইস্যুতে এদিন বাংলা বনধের ডাক দিয়েছে আদিবাসী সমাজ। বৃহস্পতিবার সকাল থেকেই ধামসা মাদল নিয়ে রাস্তায় নেমে পড়ে আদিবাসীরা। এর পাশাপাশি তীর-ধনুক নিয়ে রাস্তা অবরোধে সামিল হয় মহিলা পুরুষ সকলেই। রঘুনাথপুর এলাকায় বন্ধ সমস্ত দোকানপাট। অবরোধের ফলে ব্যাপক সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। আদিবাসী সমাজের হুমকি, যদি অবিলম্বে এই চক্রান্ত বন্ধ না হয় তাহলে আগামী দিনে জাতীয় সড়ক ,রেল স্তব্ধ করে দেবে আদিবাসী সমাজ।
অন্যদিকে, দোকানপাট ভয়ে বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। যদিও তারা জানাচ্ছে যে দোকানপাট বন্ধের ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছে কিন্তু তারা দোকান খুলতে ভয় পাচ্ছে। ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে।