সোনার দোকানে ক্রেতা সেজে চুরি মহিলা দলের! সিসিটিভি ফুটেজ দেখে চোখ ছানাবড়া

অভিনব কায়দায় কয়েক লক্ষ টাকার সোনার গহনা নিয়ে চম্পট দেয় চার সদস্যের মহিলা দল। শিলিগুড়ি শহরে সেই দলের দুই সদস্যকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ।

author-image
Jaita Chowdhury
New Update
gold-shopping-95-1728967815

নিজস্ব সংবাদদাতা: অভিনব কায়দায় সোনার দোকানে ক্রেতা সেজে চুরি মহিলা দলের। সিসিটিভি ফুটেজ দেখে দিনহাটা থেকে ১৯০ কিলোমিটার দূরে শিলিগুড়ি শহরে সেই দলের দুই সদস্যকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। এদিন দিনহাটা থানায় সাংবাদিক সম্মেলন করে মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র বলেন, গত ৮ই জানুয়ারি দিনহাটার একটি সোনার দোকানে ক্রেতা সেজে এসে অভিনব কায়দায় কয়েক লক্ষ টাকার সোনার গহনা নিয়ে চম্পট দেয় চার সদস্যের একটি মহিলা দল। পরবর্তীতে দোকানদারের অভিযোগ এবং সেই দোকানের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ কিলোমিটার দূরের শিলিগুড়ির এনজিপি এলাকা থেকে সেই দলের এক মহিলাকে গ্রেফতার করে। 

 

পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া সেই মহিলাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে তাদের মোট সদস্য সংখ্যা চারজন এবং তাঁরা এর আগেও একাধিক এমন চুরির কাণ্ড করেছে। গ্রেফতার হওয়া মহিলার কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বাকি তিনজনের বাড়িতে অভিযান চালালে দুজন পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কিন্তু একজনকে পুলিশ গ্রেফতার করে। অপর দুইজন মহিলার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

 

এদিন পুলিশ জানান, ভীতদের কাছ থেকে তিনটি সোনার চেইন এবং ছয় জোড়া কানের দুল উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য প্রায় তিন লক্ষাধিক টাকা। পুলিশ আরও জানায়, বাকিদের গ্রেফতার করলে আরও কিছু জিনিস উদ্ধার হবে।