সীমান্তে অশান্তির মাঝেই চললো গুলি, বিএসএফ সক্রিয় বুঝিয়ে দিল তাতেই

আশঙ্কাজনক অবস্থায় বিএসএফ তাকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
indobangladeshborder-ezgif.com-avif-to-jpg-converter

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিএসএফের রাবার বুলেটে গুরুতর আহত এক বাংলাদেশী। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে দিনহাটা মহকুমা হাসপাতালে। বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যেও চলছে গরু পাচার। পাচারকারীদের রমরমা বাণিজ্য চলছে সীমান্ত জুড়ে। বরং এই অশান্তির বাজারে বিএসএফের চোখ এড়িয়ে কিভাবে নিজেদের কার্যসিদ্ধি করবে তার প্রচেষ্টায় উঠে পড়ে লেগেছে পাচার কারীরা। 

দিনহাটা এক নম্বর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের মদনাকুরা এলাকায় শনিবার সাংবাদিক সম্মেলনে করে জানানো হয় এই কথা। কুয়াশার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে লালমনিরহাট এলাকার বাসিন্দা হেলাল হোসেন নামে এক যুবক গরু পাচারের চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় বিএসএফ ৯০ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত জওয়ানরা এসে বাধা দেয়। পাল্টা বিএসএফ এর উপর চড়াও হন ওই পাচারকারী। আত্মরক্ষার্থে বিএসএফ রাবার বুলেট চালায়। তাতেই গুরুতর যখন হন ওই ব্যক্তি। 

cownew

এরপর আশঙ্কাজনক অবস্থায় বিএসএফ তাকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসা চলছে ওই বাংলাদেশী যুবকের। তবে তার সাথে আর কে কে জড়িত রয়েছে তাদের খুঁজে বার করবার চেষ্টা চালাচ্ছে বিএসএফ। তবে এই মুহুর্তে যখন সীমান্তের অপর প্রান্তে পরিস্থিতি উত্তপ্ত, সেই সময় এই ভাবে পাচারকারীদের রাজ্যে প্রবেশ যথেষ্ট ভাবাচ্ছে সকলকে। ইতিমধ্যেই অনুপ্রবেশ রুখতে তৎপর হয়ে উঠেছে বিএসএফ, এদিন মিললো তারই প্রমাণ। 

bsf edit pic 3.jpg