Panchayat Election: ফের চলল গুলি, গুলিবিদ্ধ ১

ভোটের ১১ দিন আগে ফের চলল গুলি।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
bmn

File Pic

নিজস্ব সংবাদদাতাঃ ভোটের মুখে ফের চলল গুলি। মুর্শিদাবাদের পর এবার দক্ষিণ ২৪ পরগনা। মঙ্গলবার রাতে গুলি চলল গোসাবায়। এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এই ঘটনায় মোট ছ'জনকে আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। অভিযোগ উঠেছে আরএসপি নেতাদের বিরুদ্ধে। ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী।

যিনি গুলিবিদ্ধ হয়েছেন, তাঁর নাম সাইফুল মোল্লা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির আঙুলে গুলি লেগেছে। চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করা হয়েছে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে। এলাকার তৃণমূল নেতাদের দাবি, তৃণমূলের পাঠানখালি অঞ্চল সভাপতি সুবিদ আলি ঢালির ঘনিষ্ঠ তথা ৪৪ নম্বর বুথের তৃণমূল কংগ্রেস সহ সভাপতি আলাউদ্দিন মোল্লাকে লক্ষ্য করেই আসলে গুলি চালানো হয়েছিল এদিন। তবে তিনি কোনও ক্রমে প্রাণে বেঁচে যান। পুলিশের দাবি, সাইফুল মোল্লা আগ্নেয়াস্ত্র চালাতে গিয়ে নিজেই আক্রান্ত হন। সাইফুল মোল্লাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আরএসপির দাবি, পুলিশ ও তৃণমূল ষড়যন্ত্র করে এভাবে বাম কর্মীদের আটক করার চেষ্টা করছে।