বহিরাগত শ্রমিদের কাজে নেওয়ায় প্রতিবাদ করায় শোকজ, বিক্ষোভ স্থানীয় শ্রমিকদের

বহিরাগতদের কাজে নেওয়ার প্রতিবাদ করায় স্থানীয় শ্রমিকদের শোকজ করে কারখানা কর্তৃপক্ষ। কারখানার গেটে INTTUC প্ল্যাকার্ড হাতে তুমুল বিক্ষোভ শ্রমিকদের।

author-image
Tamalika Chakraborty
New Update
labour protest.jpg

নিজস্ব সংবাদদাতা: বহিরাগতদের কাজে নেওয়ার প্রতিবাদ করায় স্থানীয় শ্রমিকদের শোকজ করা হয়। এরই প্রতিবাদে কাঁকসার বামুনাড়া শিল্প তালুকের বেসরকারি ইস্পাত কারখানার গেট বন্ধ করে তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC লেখা প্ল্যাকার্ড হাতে আন্দোলন করেন অস্থায়ী শ্রমিকরা। ব্যাপক উত্তেজনা ছড়ায় এই বিক্ষোভের জেরে। পরিস্থিতি সামাল দেয় কাঁকসা পুলিশ। শোকজ হওয়া শ্রমিক উত্তম কর দাবি করেন, তাঁরা কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে বহিরাগত শ্রমিক নিয়োগের প্রতিবাদ করেছিলেন গত সপ্তাহে। সেই প্রতিবাদ করায় চার জন শ্রমিককে শোকজ করে কারখানা কর্তৃপক্ষ। শোকজের চিঠি তারা কারখানায় নিতে না যাওয়ায়, তা বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। তিনি বলেন ইতিমধ্যেই শোকজের বিষয়টি তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে। তিনি আরও অভিযোগ তুলে বলেন বেতন পরিকাঠামো ঠিক করছে না কারখানা কর্তৃপক্ষ। সেজন্য চূড়ান্ত সমস্যার মুখে সংসার চালাতে হচ্ছে শ্রমিকদের। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দেন তাঁরা। উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। বিজেপির অন্যতম জেলা সম্পাদক অভিজিৎ দত্ত তৃণমূলকে কটাক্ষ করে বলেন তৃণমূল শ্রমিক সংগঠন বলছে তাদের কথা শুনছে না কারখানা কর্তৃপক্ষ। কারণ তৃণমূল শ্রমিক সংগঠনের নেতারা কারখানার কাছে কাঠমানি নিয়ে স্থানীয়দের কাজ না দিয়ে বহিরাগতদের নিয়ে আসছে। সেজন্যই স্থানীয়রা কাজ পাচ্ছে না। এ বিষয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা নেতা দীপঙ্কর লাহা বলেন বহিরাগতদের কাজে নিয়োগের প্রতিবাদ করায় বেশ কয়েকজনকে শোকজ করেছে কারখানা প্রতিপক্ষ। তার তীব্র বিরোধিতা করেন। উচ্চ নেতৃত্বকেও জানানো হয়েছে বলে তিনি জানান।