নিজস্ব সংবাদদাতা : শিবসেনা তার সমস্ত লোকসভা সাংসদদের ১৭ ডিসেম্বর ২০২৪-এ সংসদের সেশনে উপস্থিত থাকার জন্য একটি হুইপ জারি করেছে। দলটি জানিয়েছে, ওই দিনে কিছু গুরুত্বপূর্ণ আইনী বিষয় নিয়ে আলোচনা করা হবে, যার ফলে সাংসদদের উপস্থিতি অত্যন্ত জরুরি।
Shiv Sena issues a whip to all its Lok Sabha MPs to be present in the House on 17th December 2024 as some important legislative business is to be discussed. pic.twitter.com/jImqA1fCRn