শেখ শাহজাহান, বিজেপির প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, এই মুহূর্তের বড় খবর

শেখ শাহজাহানকে নিয়ে বড় খবর।

author-image
Aniket
New Update
dew

নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালি মামলায় শেখ শাহজাহানকে গ্রেপ্তারের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের আদেশের বিষয়ে, বিজেপি নেত্রী এবং হাইকোর্টের সিনিয়র আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল নিজের মন্তব্য সামনে রেখেছেন। তিনি বলেছেন, "আজ কলকাতা হাইকোর্টে আমার আবেদনের শুনানি হয়েছে। স্পষ্ট করে বলা হয়েছে, স্থগিতাদেশ নেই। তবুও মানুষকে বিভ্রান্ত করতে এমনটাই বলেছিলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যাপারটা হল তাদের পুলিশ ব্যর্থ হয়েছে। তারা শেখ শাহজাহানকে ধরতে পারেনি যার বিরুদ্ধে শুধু ধর্ষণের অভিযোগই নেই, তার বিরুদ্ধে হত্যার অভিযোগও রয়েছে। লুকআউট নোটিশ জারি করা হয়েছে। আজ আদালত থেকে বের হওয়ার পর আমি বলেছিলাম যে, এখন পশ্চিমবঙ্গ সরকার ও পুলিশের কাছে দুটি উপায় আছে- তাকে গ্রেফতার করে ৪৮ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করা বা তারা বুঝতে পেরেছে যে বিষয়টি এখন সিবিআইয়ের কাছে যাবে এবং বাস্তবতা প্রকাশ্যে আসবে। তাই এখন ২-৩ দিনের মধ্যে তাকে গ্রেফতার করা হবে। টিএমসির মুখপাত্রও একই কথা বলছেন। এর অর্থ হল শাহজাহানের অবস্থান সম্পর্কে টিএমসি এবং পুলিশ জানত"। উল্লেখ্য, সন্দেশখালিকে সামনে রেখে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছে বিজেপি। শেখ শাহজাহানকে যাতে গ্রেফতার করা হয় তা নিয়ে ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালি। পুলিশের ওপর আস্থা রাখতে পারছেন না সন্দেশখালির বাসিন্দারা। এই পরিস্থিতিতে বিজেপির দৌলতে আদালতের এই রায় শেখ শাহজাহানকে শীঘ্রই থানার ভেতর ঢোকাতে পারবে বলে মনে করছেন অনেকেই।

 

 

 

 

Add 1

স

স্ব

Addd 3

 . . . . .  . . . .  . . .  . .  . .  . . . . . . . . . . . . .  . . .  . .  . .  . . . . .  . . . . .  . . .  . .  . . . . . . . . . . . .