গরু হারিয়ে গেলেও বলেন গরুটা খুঁজে দাও! ভোট প্রচারে বেফাঁস TMC নেত্রী

ভোটের প্রচারে গিয়ে ঝড় তুললেন তৃণমূলের হেভিওয়েট সাংসদ শতাব্দী রায়। বিগত কয়েকদিন ধরেই প্রচারে গিয়ে বাধার মুখে পড়ছেন তিনি। এবার মুখ খুললেন।

author-image
Anusmita Bhattacharya
New Update
shatabditmc

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটের প্রচারে তৃণমূল সাংসদ শতাব্দী রায় বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের একাধিক গ্রামে বুধবার সভা করেন। ভদ্রপুর গ্রামেও সভা করলেন তিনি। বলেন, 'এখানে অনেকেই আছেন যারা নানারকম ফোন করে বলেন। গরু হারিয়ে গেলেও বলেন, গরুটা খুঁজে দাও। গরু হারানোর কথা কিন্তু পঞ্চায়েতকে বললে হবে না। পঞ্চায়েতের যে কাজ সেটাই করবে। কিছুদিন আগে একজন মহিলা এল কাঁদছিল। বলল স্বামীকে ফেরৎ আনতে হবে। বলল আর একটা মেয়ের সঙ্গে চলে গেছে। কোথায় কোথায় গেছে সবটা বলল। আমি বললাম যদি স্বামীকে এনেও দিই তবে সেই স্বামীকে নিয়ে তুমি করবে টা কী?'