ভাঙড়ের হাঙর! চিনিয়ে দিলেন নওশাদ

ভাঙড়ের হাঙর! মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সম্প্রতি এমন শব্দই শোনা গিয়েছিল ২১ জুলাইয়ের মঞ্চে। তবে ভাঙড়ের হাঙর কারা তা এবার চিনিয়ে ছাড়লেন বিধায়ক নওশাদ সিদ্দিকী।

author-image
Pallabi Sanyal
New Update
naushad kashi.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : ভাঙড়ে নির্বাচনের সময়ে ঝামেলা করেছে হাঙররা! ২১ জুলাইয়ের শহীদ স্মরণের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্যের পাল্টা এবার ভাঙড়ের হাঙরদেরকে চিনিয়ে দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেই সঙ্গে ভাঙড়ের হাঙর কারা, তা জানার জন্য ভাঙড়বাসীকেই প্রশ্নটা করতে বললেন মমতাকে। 

West Bengal 2021 Winning Candidates List: Check complete list of winners!

ভাঙড়ের হাঙর নিয়ে এখন রাজনৈতিক তরজা তুঙ্গে। বিশেষ করে আইএসএফ বনাম তৃণমূল। তৃণমূলকে নিশানা করে নওশাদ বলেন, 'ভাঙড়ে শাসকদলের কিছু হাঙর রয়েছে যারা জলাজমিকে বুজিয়ে দিয়ে প্রাসাদ সমান বাড়ি করছে ও বিক্রি করছে, জমির দালালি করে, নানান সরকারি প্রকল্প থেকে টাকা আত্মসাৎ করার চেষ্টা করে। ভাঙড়ে কিছু সংখ্যক হাঙর আছে তৃণমূলের, যারা লেদার কমপ্লেক্সকে বন্ধ করে দেওয়ার জন্য চক্রান্ত করছে এবং তোলা তুলছে।' ভাঙড়ের হাঙর ও হায়না হিসেবে তিনি কটাক্ষ করেন ভোট পর্যবেক্ষকের দায়িত্বে থাকা শওকত মোল্লাকেও।