শান্তিপুরে দুষ্কৃতী দৌরাত্ম্য, প্রতিমা ভাসানের সময় গৃহবধূর গায়ে ঢালা হল মদ

বাইকে চড়ে স্বামীর সঙ্গে যাচ্ছিলেন ওই নিগৃহীতা মহিলা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা থেকে বাইক আরোহী মহিলার গায়ে মদ ঢেলে দেওয়ার অভিযোগ উঠল ক্লাব সদস্যদের বিরুদ্ধে। প্রতিবাদ করায় মহিলা, তাঁর স্বামী ও স্বামীর বন্ধুকে মারধরের অভিযোগ। গতকাল রাতে এই নিয়ে উত্তেজনা ছড়ায় নদীয়ার শান্তিপুরের শ্যামবাজার এলাকায়। 

যা জানা যাচ্ছে, বাইকে চড়ে স্বামীর সঙ্গে যাচ্ছিলেন ওই নিগৃহীতা মহিলা। অভিযোগ, সেই সময় সেখানে চলছিল কালী প্রতিমার বিসর্জন প্রক্রিয়া। শোভাযাত্রায় ছোট থেকে বড় অংশ নিয়েছিলেন। বেশ কিছু ছেলে কার্যত মদ্যপ অবস্থায় সেই শোভাযাত্রাতে নাচ করছিল। সেই সময় তাঁদের বাইক গুলি পাশ দিয়ে পেরতে গেলে আটকে ধরে ওই মদ্যপ যুবকরা। কিছু বুঝে ওঠার আগেই মহিলার গায়ে মদ ঢেলে দেন কয়েকজন ক্লাব সদস্য। 

t124

সেই ঘটনার প্রতিবাদ করায় মহিলার স্বামী ও তাঁর বন্ধুকে মারধর করে অভিযুক্তরা। আর তাঁদেরকে বাঁচাতে গেলে আক্রান্ত হন মহিলাও। এরপর আক্রান্ত মহিলা অসুস্থ বোধ করায় নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। শান্তিপুর থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও অভিযুক্তরা এখনও অধরা। 

123