আজ থেকে শুরু হল শান্তিনিকেতনের পৌষ মেলা

শান্তিনিকেতনের পৌষ মেলা।

author-image
Adrita
New Update
poush1

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ পাঁচ বছর পরে ফের একবার চেনা ছন্দে ফিরেছে শান্তিনিকেতনের পৌষ মেলা। ২০১৯ সালের পরে করোন অতিমারির কারণে বন্ধ ছিল এই মেলা। এরপরে শান্তিনিকতেনে আরও আনুসাঙ্গিক সমস্যার কারণে বিগত বেশ কিছু বছর এই পৌষ মেলা বন্ধ ছিল। যার জেরে বেশ ভারাক্রান্তই ছিল মন শান্তিনিকেতন বাসীদের।

POUSHMELA.jpg

তবে এ ক্ষেত্রে উল্লেখ্য যে, এই মেলা শুধুমাত্র শান্তিনিকেতনের নিবাসীদের মেলা নয়, এই মেলায় সারা দেশের মানুষের দেখা পাওয়া যায়। এমনকি, অনেক বিদেশীদেরও এই মেলায় দেখতে পাওয়া যায়। কিছু মানুষ সারা বছর অপেক্ষা করে থাকেন এই মেলার জন্য। এই মেলার মূল আকর্ষণ হল এখানের তৈরি হাতের কাজের নানান জিনিসপত্র। তবে যাইহোক, আজ প্রায় ৫ বছর পরে এই মেলায় এসে খুশি অনেকেই। 

poush

জানা যায় যে, ৮৪৩ সালের ২১ ডিসেম্বর, বাংলার ১২৫০ বঙ্গাব্দের ৭ পৌষ দেবেন্দ্রনাথ ঠাকুর ২০ জন অনুগামীকে নিয়ে রামচন্দ্র বিদ্যাবাগীশের থেকে ব্রাহ্মধর্ম গ্রহণ নেন। ১২৯৮ বঙ্গাব্দের ৭ পৌষ শান্তিনিকেতনে একটি ব্রাহ্মমন্দির প্রতিষ্ঠা করেন। ১৮৯৪ খ্রিস্টাব্দে ব্রাহ্মমন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে মন্দিরের উল্টোদিকের মাঠে একটি ছোটো মেলা আয়োজন করা হয়েছিল। সেটিই পৌষ মেলাতে পরিণত হয়।

poushmela