নিজস্ব সংবাদদাতা : সভ্যতার আদি যুগ থেকে জলপথে পণ্য পরিবহন হয়ে আসছে। এবার জলপথে আরো সহজ হবে পণ্য পরিবহন। শুরু হচ্ছে ড্রেজিং। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ততা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর জানিয়েছেন, ''আমার স্বরুপনগর বিধানসভার তেতুলিয়া থেকে কালাঞ্চী পর্যন্ত (২৩.৮১ কি.মি.), জাতীয় জলপথ-৪৪ (ইছামতী নদী) এর ১ম পর্বের ড্রেজিং কাজের শুভারম্ভ হবে। ফলে জলপথে মালামাল পরিবহন, পর্যটনের প্রসার সহ মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।'' বন্দর, নৌপরিবহন ও নৌপথ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ''ভারতের জলপথের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে যা পরিবহন, সেচ এবং বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। MoPSW এই জলপথগুলির উন্নয়ন এবং আধুনিকীকরণের জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ শান্তনু ঠাকুর ন্যাশনাল ওয়াটারওয়ে-৪৪-এর ড্রেজিং কাজের উদ্বোধন করবেন।''