নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের আগে সিএএ কার্যকর করা হবে এমনটা শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। তবে এরাজ্যে এসে প্রধানমন্ত্রী এবিষয়ে কিছু বলেননি এবার। যা নিয়ে উঠেছে জোর তর্জা। এদিন এই বিষয়েই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এদিন বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের ব্যাখ্যা করেছেন যে এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় সাংবিধানিক ঘটনা, এবং এটি কার্যকর করা গুরুত্বপূর্ণ। সীমান্তের ওপার থেকে আসা লোকদের আশ্রয় দেওয়া এবং তাদেরও বসতি স্থাপন করা এই হল এই আইনের লক্ষ্য। বর্তমান নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনও বিধান নেই এখানে। সিএএ এমনভাবে কার্যকর করা হবে যাতে রাজ্য সরকারের কোনও ভূমিকা থাকবে না। তারা দেশে অশান্তির পরিবেশ সৃষ্টির কোনো সুযোগ পাবে না”।