মহারাষ্ট্র নির্বাচনে শাইনা এনসি’র দৃঢ় প্রতিশ্রুতি: 'জনসেবা ও জনস্বার্থে কাজ করব'

শাইনা এনসি মহারাষ্ট্র নির্বাচনে মুম্বা দেবীর আশীর্বাদ নিয়ে আত্মবিশ্বাসী। তিনি জনগণের সেবা ও জনস্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ভোটদানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

author-image
Debapriya Sarkar
New Update
shainancs2.jpg

নিজস্ব সংবাদদাতা : মহারাষ্ট্রের শিবসেনা প্রার্থী শাইনা এনসি মুম্বা দেবীর আশীর্বাদ নিয়ে নির্বাচনী প্রচারে আত্মবিশ্বাসী। তিনি বলেন, "আমি প্রথম দিন থেকেই মা মুম্বাদেবীর আশীর্বাদ পেয়েছি এবং আমি আশা করি যে জনগণের সেবা এবং জনস্বার্থে কাজ করতে পারব।" শাইনা এনসি আরো জানান, "আমার হাতে আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং ডেপুটি সিএম সহ সকল স্তরের সহযোগিতা রয়েছে। মা মুম্বাদেবীর আশীর্বাদে আমি বিশ্বাস করি বিজয় নিশ্চিত।"

shainancs1.jpg

নির্বাচনে অংশগ্রহণকারী জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শাইনা বলেন, "যখন আপনি ভোট দেন, আপনি আপনার নৈতিক দায়িত্ব পালন করেন। আমি সকলকে বাইরে এসে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি।"

shainancs2.jpg

এছাড়া, ন্যাশনাল কংগ্রেস পার্টি (NCP) ও শিবসেনার (SCP) সাংসদ সুপ্রিয়া সুলে এবং বিজেপি নেতা বিনোদ তাওড়ে সম্পর্কে শাইনা এনসি মন্তব্য করেন, "আমি কোনও জল্পনা-কল্পনায় যেতে চাই না। মহাযুতি সরকারের যেভাবে কাজ করার ধারা রয়েছে, আমরা সেই গতিতেই কাজ করতে চাই।" এভাবে শাইনা এনসি তাদের দলের কার্যক্রমের পাশাপাশি জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা ও ভোটের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে চাইছেন।