খোলা আকাশের নীচেই কাটছে দিন-রাত, এই ভাবেই চলছে জীবন!

বারবার প্রশাসন কে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
v56yuuj

File Picture

নিজস্ব সংবাদদাতা: খোলা আকাশের নিচে শবর পরিবার। কোনো বাড়িই জোটেনি। শবরদের উন্নয়নে আলাদা টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর সামনে বরাদ্দ টাকায় শবরদের উন্নয়ন এর দাবি প্রাক্তন জেলা শাসক আয়েশা রানীর। উন্নয়ন তো দূর, খোলা আকাশের নীচেই রয়েছেন একাধিক শবর পরিবার। অথচ প্রাক্তন থেকে বর্তমান জেলা প্রশাসনের কোনো হুঁশই নেই।

ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া জিপির কালাঝরিয়া গ্রাম। এখানে প্রায় ৯০ ঘর এর বেশি শবর পরিবার এর বাস। তার মধ্যে ১০টা পরিবার প্রায় খোলা আকাশের নিচেই বসবাস করেন। কেননা এদের কোনো বাড়িই নেই। অন্যদিকে, প্রায় ১৫ টি পরিবার ভাঙ্গা বাড়িতে বসবাস করেন। গ্রামে অর্ধেকর বেশী শবর পরিবার আবাসের বাড়িই পায়নি।

a687yjjj

বারবার প্রশাসন কে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। তপন মল্লিক ও তার স্ত্রী বিমলা মল্লিক একটা ভাঙা বাড়ির সামনে ত্রিপল টাঙ্গিয়ে বিশ্রাম এর ব্যাবস্থা করছেন। চারদিক খোলা ত্রিপলের নিচে কনকনে ঠান্ডায় কাঁথার উপর পলিথিন চাপা দিয়ে শুয়ে থাকেন। রাতে হাতি এলে সারা রাত লুকিয়ে থাকেন। আর এভাবেই কেটে যায় দিনগুলি।

খোলা আকাশের নিচে থাকলেও, শৌচালয় পেয়েছেন। যদিও তা ব্যবহার হয় না। তারিনি দিগার, শকুন্তলা মল্লিক, মালতি ভক্তা এদেরও কারোই বাড়ি নেই। তিন ফুট ছিটা মাটির বেড়ার উপর ত্রিপল টাঙ্গিয়ে কোনো রকম দিন যাপন করেন। 

শবরদের উন্নয়নে বারবার মুখ্যমন্ত্রী একাধিক কর্মসূচী ঘোষণা করেছেন। কিন্তু যাদের হাত ধরে এই উন্নয়ন সম্পন্ন হওয়ার কথা। তাদের কার্যকারিতা নিয়ে যেমন প্রশ্ন উঠছে। তেমনি সরকারের দেওয়া কোটি কোটি টাকা নয়ছয় নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

e3trgvh